দিনাজপুরের নবাবগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ সাবেক সংসদ সদস্য শিবলি সাদিকের খামারের এক শ্রমিককে আটক করা হয়েছে। ওই ব্যক্তির নাম বিপ্লব মিয়া (২৬)। তাঁর কাছ থেকে ১১টি গুলিসহ একটি নাইন এমএম পিস্তল, পিস্তলের খালি একটি ম্যাগাজিন ও বেশ কিছু দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার মধ্যরাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার কুচদহ ইউনিয়নের কুচদহ আজিবর পাড়া গ্রামে এই অভিযান চালানো হয়। আটক বিপ্লব মিয়া ওই গ্রামের আহাদ আলীর ছেলে। তিনি দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের গরুর খামারে শ্রমিক হিসেবে কাজ করেন।
যৌথ অভিযানে সেনাবাহিনীর সেভেন হর্স ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিহ উদ্দিন আহমেদ, সেনাবাহিনীর মধ্যপাড়া আর্মি ক্যাম্পের অধিনায়ক রায়হান-উল-হাসান, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান ও নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মতিনসহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সেনাবাহিনীর মধ্যপাড়া আর্মি ক্যাম্প কমান্ডার রায়হান-উল-হাসান প্রথম আলোকে বলেন, ‘সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, নবাবগঞ্জের কুচদহ ইউনিয়নের শিবপুর এলাকায় অবৈধ পিস্তল ও দেশীয় অস্ত্র রয়েছে। পরে রাত পৌনে একটার দিকে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী ওই গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ওই গ্রামের বাসিন্দা বিপ্লব মিয়ার বাড়ি তল্লাশি করে যৌথ বাহিনী। বিপ্লব মিয়া সাবেক সংসদ সদস্য শিবলি সাদিকের গরুর খামারের শ্রমিক। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী স্বপ্নপুরী পিকনিক স্পট ও চিড়িয়াখানার উত্তর পাশে শিবলি সাদিকের গরুর খামার ও খামারসংলগ্ন আমবাগানে অভিযান চালায় যৌথ বাহিনী। সেখান থেকে একটি চাপাতি, একটি চায়নিজ চাকু ও একটি হাসুয়া উদ্ধার করা হয়। আর ওই বাগানে একটি মেহগনিগাছের নিচে লুকিয়ে রাখা ১১টি গুলিসহ একটি নাইন এমএম পিস্তল ও পিস্তলের খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পিস্তলটি তাঁকে এক গাড়ির চালক রাখতে দিয়েছেন বলে যৌথ বাহিনীর কাছে স্বীকার করেছেন বিপ্লব মিয়া। আটক বিপ্লব মিয়াকে আজ ভোরে নবাবগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মতিন প্রথম আলোকে বলেন, আটক বিপ্লব মিয়ার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা প্রক্রিয়াধীন।