![](https://devmistiyak.com/newsbd/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ইয়ানিক সিনার গ্র্যান্ড স্লামে প্রথম দুটি ফাইনাল খেলেন গত বছর। জিতেছেন দুটিই—দানিল মেদভেদেভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন আর টেলর ফ্রিটজকে হারিয়ে ইউএস ওপেন। আজ ক্যারিয়ারে তৃতীয় গ্র্যান্ড স্লাম ফাইনাল খেললেন, আলেক্সান্দার জভেরেভকে ৬-৩, ৭-৬ (৪), ৬-৩ গেমে হারিয়ে জিতলেন এবারের অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাও।
গ্র্যান্ড স্লামে প্রথম তিন ফাইনাল খেলে তিনটিতেই শিরোপা জয়—এটা যেমন হ্যাটট্রিক, সিনার হ্যাটট্রিক করেছেন আরেক দিন থেকেও; হার্ড কোর্টের গ্র্যান্ড স্লামে এটি তাঁর টানা তৃতীয় শিরোপা। হ্যাটট্রিক এক দিক থেকে করেছেন জভেরেভও। জার্মান টেনিস তারকা ক্যারিয়ারের প্রথম তিনটি গ্র্যান্ড স্লামের ফাইনালেই হারলেন। এর আগে তিনি হেরেছেন ২০২০ সালের ইউএস ওপেন আর ২০২৪ সালের ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে।